নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে দক্ষিণ কোরিয়া
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। সাবেক নেতাদের বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারীর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে তারা। খবর বিবিসির।
প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন বামপন্থী মুন জে ইন এবং মধ্যপন্থী প্রার্থী আহন ছিওল সোয়ে। তবে মুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোয়ের চেয়ে এগিয়ে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটিতে নির্বাচনের আয়োজন করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদ করেন। কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে চান প্রেসিডেন্ট প্রার্থী মুন।
প্রেসিডেন্ট নির্বাচনে অসাধারণ জয়ের জন্য দক্ষিণ কোরিয়ার জনগণকে আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই নেতা।
মঙ্গলবার ভোট দেওয়ার পর মুন বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু আমার দল বা আমি নই বরং দেশের প্রত্যেকটা মানুষই সরকার পরিবর্তনে মরিয়া হয়ে উঠেছে।’
অপর প্রার্থী আহন জানিয়েছেন, নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তার আস্থা আছে। জনগণের সুদক্ষ রায়ের অপেক্ষায় রয়েছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মার্চে দুর্নীতির অভিযোগে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট পার্ক। তিনিই দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট যাকে অভিশংনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে।
এর আগে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পার্কের কাছে হেরে যান মুন।
মন্তব্য চালু নেই