ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৪ আগস্ট থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৪ আগস্ট শুরু হবে এবং ৩১ আগস্ট ২০১৪ পর্যন্ত অব্যাহত থাকবে।

রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ক ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর ২০১৪ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.du.ac.bd তে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই