চলন্ত সিড়িতে নিজের মৃত্যু দিয়ে সন্তানকে রক্ষা করলেন মা (ভিডিও)

সন্তানকে নিয়ে হয়তো কেনাকাটা করতে শপিংমলে গিয়েছিলেন মা।চলন্ত সিড়ির শেষ প্রান্তে পৌছে গিয়েছিলেন তিনি।আচমকা খুলে পড়ে যায় ওপরের ধাতব পাত। বিপদ বুঝেই সন্তানকে নিরাপদে ঠেলে দেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো তার।আর তাতেই মনে হয় আরেকবার জিতে গেলো মাতৃত্ব।
ঘটনাটি সোমবারে চীনের ঝিংহু প্রদেশের একটি শপিং সেন্টারে ঘটে ঘটনাটি। আর পুরো দৃশ্যই ধরা পড়ে শপিংমলের সিসিটিভি ফুটেজে।

ঘটনার ৩০ মিনিট পর উদ্ধার করা হয় নারীর মৃতদেহটি। হঠাৎ করে ঘটা এই ঘটনায় শপিংমলের ব্যর্থতা খুঁজে দেখেতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

চলুন দেখে নেয়া যাক মাতৃত্বকে আবারো জিতিয়ে দেয়া সেই ভিডিওটি:
https://youtu.be/rmfePAt0o5c
































মন্তব্য চালু নেই