গ্রিসে নৌকাডুবিতে ২২ শরণার্থীর সলিল সমাধি

গ্রিসে অবৈধভাবে প্রবেশের সময় নৌকাডুবিতে ২২ শরণার্থীর সলিল সমাধি হয়েছে। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। এ ঘটনায় আরো অনেকে এখনো নিখোঁজ আছে।
সোমবার তুরস্কের উপকূলের কাছাকাছি সামোস দ্বীপের কাছে পূর্ব এজিন সাগরে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত লোক বোঝাই করার কারণেই নৌকাটি ডুবে গেছে।
এ বিষয়ে গ্রিসের কোস্টগার্ড জানায়, নৌকাডুবির পর তারা মোট ৩৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুসহ দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া এক শরণার্থী কোস্টগার্ডকে জানান, ৩০ ফুট লম্বা ও ছয় ফুট চওড়া নৌকাটিতে ৬০ থেকে ৬৫ জনের মতো লোক ছিল। তবে ওই শরণার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে গ্রিক কোস্টগার্ডের জাহাজ, মাছধরার নৌকা, উদ্ধারকারী হেলিকপ্টার নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই