ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে কেটি পেরি
গত মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনের স্বপক্ষে করেছেন নানা রকমের ক্যাম্পেইন করেছিলেন কেটি পেরি। তবে এবার তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তার ভক্তমহলে চরমভাবে সমালোচিত হলেন।
সম্প্রতি এই গায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লাইভে এসেছিলেন। তাকে দেখে এক ভক্তের প্রশ্ন, ‘তার কালো চুল কোথায় গেল!’ অর্থাৎ কেটির ভক্তরা তার পুরনো কালো চুল মিস করছেন। এর উত্তরে কেটি পেরি বলেন, ‘সত্যি তাই! আমার চুলের মত তোমরা কি বারাক ওবামাকে মিস করেন?’
কেটি পেরির জবাবে ভক্তরা ব্যাঙ্গাত্মক সুর লক্ষ্য করেন। কেটি নিজেও বুঝতে পারেন এটি বলা তার উচিত হয় নি। আর তাই তাড়াহুড়ো করে ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে নেন এই পপ তারকা। তিনি ভক্তদের বলেন, ‘আমার এখনই যেতে হচ্ছে। সবাইকে বিদায়। ’
কেটি পেরির নেহায়েত এমন বাজে ধরনের রসিকতার পর তার কড়া সমালোচনা করেছেন তারই ভক্তরা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার কোন ব্যাখ্যা দেননি কেটি পেরি।
সূত্র- ডেকান ক্রনিকলস
মন্তব্য চালু নেই