এবার কেজরিওয়ালের গালে অটো চালকের চড়

ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে এবার চড় মারলেন এক অটোরিকশা চালক। মাত্র চারদিনের মাথায় দ্বিতীয়বার কেজরিওয়ালের সঙ্গে এ ঘটনা ঘটলো।
তবে কি কারণে তাকে এ চড় মারা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ভারতের চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দিল্লির উত্তর-পূর্বে সুলতানপুরিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কেজরিওয়ালের ওপর চড়াও হন।
এতে কেজরিওয়াল চোখে আঘাত পেয়েছেন বলে মনিশ সিসৈধী নামে তার এক সহকর্মী টুইট বার্তায় জানান।
এক টুইট বার্তায় কেজরিওয়াল জানান, আমি জানিনা কেনো বারবার আমার সঙ্গে এমন ঘটনা ঘটছে? কারা এর পরিকল্পনাকারী? তারা কী চায়? এর মাধ্যমে তারা কী প্রমাণ করতে চায়? তারা আমাকে কত মারতে চায়, বলুক আমি সে সময় সে স্থানে আসবো।
কিন্তু এতে কী সমস্যার সমাধান হবে? প্রশ্ন রাখেন কেজরিওয়াল।
এদিকে, ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মারধর করেছে কেজরিওয়ালের সমর্থকরা। রিকশা চালকের নাম লালি বলে জানা গেছে।
এর আগে গত শুক্রবার দিল্লির দক্ষিণে দাক্ষিপুরে এক নির্বাচনী সভায় এ ধরনের হামলার শিকার হন কেজরিওয়াল।
































মন্তব্য চালু নেই