৩ মাসের মধ্যে গরু বিক্রিও নিষিদ্ধ করবে ভারত!

এবার আইন করে গোটা দেশে গরু জবাই, বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রকে ভাবনাচিন্তা করার কথা বললো এক আদালত। হিমাচল প্রদেশের হাইকোর্ট গোহত্যা নিষিদ্ধ করা, গরু আমদানি-রপ্তানি বন্ধ করা এবং গোরু বিক্রি বন্ধ করা নিশ্চিত করতে কেন্দ্রকে তিন মাসের মধ্যে আইন আনার কথা বলেছে। গরুর আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে, বিশেষ প্রকল্প আনারও নির্দেশ দিয়েছে ওই আদালত।

হিমাচল প্রদেশের গোবংশ রক্ষণ সংবর্ধন পরিষদের দায়ের করা পিটিশনের শুনানিতে বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দেয়।

এছাড়া, রাস্তায় ঘুরে বেড়ানো গরু ও অন্যান্য গবাদি পশুর আশ্রয় দিতে গোসদন গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এজন্য নগর প্রশাসনকে যথাযথ অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। রাজ্যের সব পঞ্চায়েতকে ছ’মাসের মধ্যে সব গরু ও অন্যান্য গবাদি পশুর গণনা করে, মাইক্রো চিপ তৈরি করতে বলেছেন দুই বিচারপতি।

শুধু তা-ই নয়, নির্দেশ কতোটা বাস্তবায়ন হলো নিয়মিত তার হালনাগাদ দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিমাচল প্রদেশের সব ডেপুটি কমিশনারকে তিন মাসের মধ্যে আদালতে একটি এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই