২০ বছরে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার আশা মিয়ানমারের

রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্বে মিয়ানমারের সমালোচনা যখন তুঙ্গে এরই মধ্যে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি এক অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন, আগামী ২০ বছরের মধ্যে তার দেশ অর্থনৈতিকভাবে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।

সিঙ্তাপুরের প্রয়াত নেতা লি কুয়ান ইউয়ের একটি উক্তি টেনে এ কথা বলেন সু চি।

এ জন্য সিঙ্গাপুরের সহায়তা চেয়ে সু চি বলেন, এই অঞ্চলের একটি অংশের সফলতা মানে পুরো অঞ্চলেরই সহায়তা।

একাত্তর বছর বয়সী এই রাজনীতিকের মতে, নানা কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি তার প্রতিবেশি দেশগুলোর চেয়ে পিছিয়ে থেকেছে। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।



মন্তব্য চালু নেই