সৌদি বাদশার দাফন সম্পন্ন

সৌদির আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নামাজ স্থানীয় সময় গতকাল শুক্রবার বাদ আসর সম্পন্ন হয়েছে রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার ইমামতি করেন গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

10941216_772756152813237_1335663146566744712_nপ্রধান জানাজায় অংশ নেন সৌদির নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইছা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন থানি, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ, ওমানের উপ-প্রধানমন্ত্রী ফাহদ বিন মাহমুদ আল সাঈদ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডিসালাইন মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব।

এছাড়াও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলামসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

এদিকে বাদশাহর জানাজা উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

প্রধান জানাজা ছাড়াও বাদ মাগরিব দেশের সব মসজিদে বাদশাহ আবদুল্লাহর গায়েবানা জানাজা হয়েছে। আর এতে অংশ নেন সৌদি নাগরিকরসহ বিভিন্ন দেশের নাগরিকরা ।

জানাজার পরে পারিবারিক কবরস্থান ঘোবায়রাতে দাফন করা হয়েছে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে।



মন্তব্য চালু নেই