সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৫

সিরিয়ার এক গ্রামে সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন প্রাণ হারিয়েছেন। এক মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস বলছে, শুক্রবার রাজধানী দামেস্কর পূর্ব অংশে অবস্থিত বিদ্রোহীদের দখলকৃত হামোরিয়াহ গ্রামের ওপর বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। হামলায় কমপক্ষে ৩৫ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ জন। এ ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে অবজারভেটরি।

বিদ্রোহীদের গ্রাম পর্যায়ের সংগঠন ‘লোকাল কোর্ডিনেশন কমিটি’ সংক্ষেপে এলসিসি জানায়, শুক্রবার হামোরিয়াহ গ্রামের মুসল্লিরা জুমার নামাজে অংশ নেওয়ার সময় ওই বিমান হামলা চালান হয়েছে। এতে শিশুসহ বহু লোক প্রাণ হারায়। অনলাইনে এ হামলার বিভিন্ন ভিডিও ফুটেজও প্রকাশ করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।



মন্তব্য চালু নেই