সম্মুখ সমরে আমেরিকা, ছাড় দেবে না চীন

দক্ষিণ চীন সাগর ইস্যুতে আমেরিকাকে ছেড়ে কথা বলবে না চীন। শুক্রবার চীনা কমিউনিস্ট পার্টির একটি পত্রিকায় দাবি করা হয়েছে, দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপপুঞ্জে চীনের যাতায়াতে রাশ টানতে গেলে সম্মুখ সমরে নামতে হবে আমেরিকাকে।

বুধবারই মার্কিন স্বরাষ্ট্র সচিব রেক্স টিলারসন বলেছিলেন, দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। তারপরেই জল্পনা শুরু হয়, আমেরিকা কি দক্ষিণ চীন সাগর থেকে চীনকে দূরে রাখতে কোনও সামরিক পদক্ষেপ করতে চলেছে?‌ তার জবাবেই চীনের এই মন্তব্য বলে মনে করছেন অনেকেই।

তবে আমেরিকা কী পদক্ষেপ করবে সেটা নিয়ে কোনও সরকারি মন্তব্য করা হয়নি। পাশাপাশি, আমেরিকাকে চীনের খোঁচা, ‘‌নিজের এলাকা থেকে কোনও বিরাট পরমাণু শক্তিধর দেশকে উৎখাত করার আগে নিজেদের পরমাণু নীতিকে আরও শক্তিশালী করা উচিত আমেরিকার।’‌‌



মন্তব্য চালু নেই