‘যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে চীন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প চীনের বাণিজ্যনীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে।

ইন্ডিয়ানা প্রদেশে এক নির্বাচনী প্রচারণা র‌্যালিতে রোববার তিনি এ কথা বলেন।

বিশ্ববাজারে চীন তার অর্থ সুকৌশলে অবমূল্যায়িত করে পণ্য রপ্তানি বাড়াচ্ছে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, বিশ্ব ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় চুরির জন্য চীন দায়ী।

চীনের এই বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শ্রমিকদের ক্ষতি করছে বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘চীনকে আমাদের দেশকে ধর্ষণ চালিয়ে যেতে দিতে পারি না এবং আমরা সেটাই করছি। আমরা এটাকে ঘুরিয়ে দিতে চাইছি এবং আমাদের কাছে সেই কার্ডটি রয়েছে, তা ভুলে যাবেন না। চীনের সঙ্গে আমাদের অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।’

এই প্রথমবার চীনের সঙ্গে বাণিজ্যের বিষয়ে ধর্ষণ শব্দটি প্রয়োগ করলেন ট্রাম্প। তবে বিভিন্ন সময় সমাবেশে অশালীন শব্দ ব্যবহারের কুখ্যাতি রয়েছে আলোচিত এই ব্যবসায়ীর।



মন্তব্য চালু নেই