মোদিরা বাংলাকে টার্গেট করলে, আমরা ভারতকে টার্গেট করব : মমতার হুমকি

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র ফলাফলে একেবারেই যে তিনি ভিত নন, তা যেন স্পষ্ট হয়ে উঠল বৃহস্পতিবার এবিপি আনন্দকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৷ বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি যে কখনই আসতে পারবে না, তা সোজসপাট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৷

মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি সোজাসুজি হুমকি দিয়ে বললেন, ‘ওরা বাংলাকে টার্গেট করলে, আমরা ভারতকে টার্গেট করব!’

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পিছনে তিনি উত্তরপ্রদেশের বিজেপি বিরোধীদলের দুর্বল লড়াইয়ের ওপরই জোর দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা জানান, ‘বাংলাকে টার্গেট করার ভাবনা, বিরোধীদের হতাশা থেকেই এসেছে৷ ওরা অনেক নির্বাচনে হেরেছে ৷ বিহারে তো ধূলিসাৎ! উত্তরপ্রদেশের ফলাফলকে ম্যাসিক জয় বলব না৷ বিরোধীরা ফাইট করতে পারেনি৷’

মমতার কথায়, ‘আমাদের সময় বিজেপি, কংগ্রেস, সিপিএম এক নাগাড়ে নালিশ করে যেত৷ উত্তরপ্রদেশের বেলায় সবাই চুপ কেন? ওরা কীভাবে জিতেছে আমরা জানি৷ বাংলা জায়গাটা অন্য৷ বাংলা না হলে গতি নেই৷ আসলে ওরা ২০১৯ সালে আমাদের ভয় পাচ্ছে ৷ ওরা জানে বাংলাকে নেতৃত্ব দিতেই হবে৷ আমরা টার্গেটেড এনিমি৷ ওরা চাইছে বাংলার মধ্যে আমাদের রেখে দেবে৷ বাংলাকে ভাতে মেরে, বাংলাকে পথ দেখাবে? আর এই স্বপ্ন পূরণের জন্য হিংসা, দাঙ্গা, মিথ্যাচারের সাহায্য নিচ্ছে মোদি সরকার ৷’



মন্তব্য চালু নেই