ভারতের দল দেখে বিস্মিত মুশফিক

হেভিওয়েট তারকাদের অনুপস্থিত রেখে বাংলাদেশ সফরের জন্য বুধবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এতে রীতিমত বিস্মিত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের না পাঠিয়ে বাংলাদেশকে অবহেলা করা হয়েছে বলে মনে করেন তিনি। তবে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে খেলেই অবহেলার জবাব দিয়ে চান টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত সিরিজের প্রস্তুতি নিয়ে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন,‘আমরা বেশ কয়েক মাস নিজেদের মাঠে ভালো ক্রিকেট খেলেছি। যদিও ভালো ফল দেখাতে পারেনি। এ অবস্থায় আসন্ন সিরিজে ভালো করতে সবাই কঠোর পরিশ্রম করছে। ভারত সিরিজে সবাই যে যার জায়গা থেকে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবে।’ এদিন দলের সঙ্গে প্রথম দিন অনুশীলন শেষে নিজের ফিটনেস নিয়ে মুশফিক বলেন, ‘আগামী দুই তিন দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন খেলতে কোনো সমস্যা হচ্ছেনা। অনুশীলন ভালোই হচ্ছে। সবাই কঠোর অনুশীলন করছে।’

বাংলাদেশ সফরে ভারতের দল দেখে বিস্মিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন,‘হ্যাঁ, আমি ভারতের দল দেখেছি। দলের সেরা তারকাদের ছাড়াই তরুণদের নিয়ে দল ঘোষণা করা হয়েছে। আমি এমনটা আশা করিনি। সত্যি আমি বিস্মিত হয়েছি। তবে যাদের নিয়ে দল সাজানো হয়েছে সবাই ভালো ক্রিকেটার। আইপিএলে সবার খেলা দেখেছি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই।’

ভারতের সেরা ক্রিকেটাররা দলে না থাকলেও হালকা ভাবে নেবে না টাইগাররা। বরং ভালো ক্রিকেট খেলেই তাদেরকে অবহেলার জবাব দিতে চায় দেশের ক্রিকেটাররা। সেরা তারকারা না থাকায় স্বাগতিকদের জন্য চাপ বেড়েছে বলে মনে করেন তিনি। টাইগার দলপতির ভাষ্য,‘ভারতের সেরা ক্রিকেটাররা না থাকায় আমাদের জন্য চাপ হবে। কারণ ওদের বিপক্ষে আমাদের ৩-০ তেই জয়ের একটা লক্ষ্য থাকবে। তবে ওদের জন্যও চাপ থাকবে। কারণ আমাদের নিজের মাঠে আমরা সবসময় সেরা। তবে আমরা ভালো ক্রিকেট খেলেই ভালো কিছু করতে চাই।’

প্রতিপক্ষ ভারতের সেরা ক্রিকেটাররা দলে না থাকায় ৩-০ তে জয় সহজ কিনা জানতে চাইলে তিনি বলেন,‘মূল দল আসলেও নিজেদের মাঠে আমাদের ভালো কিছু করে দেখানোর সুযোগ ছিল। তবে তরুণ বলে সফরকারী দলকে অবহেলা করলে চলবে না।’ ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে মুশফিক বলেন,‘আমরা তাদের তরুণ ক্রিকেটারদের বিপক্ষে খেলিনি। তবে আইপিএলে আমি তাদের খেলা দেখেছি। যারা দলে এসেছে সবাই আইপিএলে দারুণ ক্রিকেট খেলেছে। সাকিব অবশ্য তাদের সঙ্গে খেলেছে। তাই সাকিব এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারবে।’

বাংলাদেশ সফরে ভারতীয় দল:

সুরেশ রায়না(অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।



মন্তব্য চালু নেই