বেড়ার দূগর্ম চরাঞ্চলে ৭ শ শিক্ষার্থীর লেখা পড়া অনিশ্চিত

পাবনার বেড়া উপজেলার দুগর্ম চরাঞ্চলে স্থানীয় প্রভাবশালী ক্ষমতাশীন দলের নেতা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার কারনে জোর পূবক ভেঙে নিয়ে গেছে চরপাইখন্দ প্রথমিক বিদ্যালয়ের স্বর্বশ্ব। যার কারনে প্রায় ৭ শ কোমলমতি শিক্ষার্থীর লেখা-পড়া ও ভবিৎসৎ। অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের হাটাইল গ্রামে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিগত ২০১৩ সালের ১৭ অক্টোবর লাঠি সোটা নিয়ে জোর পূবক স্কুল ও আসাবাব ভেঙে নিয়ে যায়। এরপর এলাকাবাসী নতুন ২ টি ঘর নিমার্ণ করে, সেটাও এ বছেরর ১১ ডিসেম্বর এঘর ও ভেঙে নিয়া যায়।
আর এ সবের নেতৃত্ব দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এলাকার প্রভাবশালী নেতা আবুল কালাম অজাদ।

এ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজিষ্টার অনুযায়ি, শিশু শ্রেণীতে ৬৯১জন, ১ম শ্রেণীতে ১৫৩ জন, ২য় শ্রেণীতে ১৯৬ জন, ৩য় শ্রেণীতে ১১৪ জন, ৪র্থ শ্রেণীতে ৮২জন, এবং ৫ম শ্রণীতে ৭৮ জন



মন্তব্য চালু নেই