সাতক্ষীরার দেবহাটায় মহান বিজয় দিবস পালিত

সাতক্ষীরার দেবহাটায় যথাযথ মর্যাদায় বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে ৪৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮ টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও পরে দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া দুপুর ১২ টায় দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার ও.সি আশরাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। সভা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সুবর্নাবাদ প্রগতি সংঘের আয়োজনে এবং প্রভাষক চন্দ্রকান্ত মল্লিকের ব্যবস্থাপনায় প্রীতি ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা দলিত পরিষদের বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময়:
দেবহাটা উপজেলা দলিত পরিষদের আয়োজনে নিজস্ব কার্য্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দলিত ও হরিজন সম্প্রদায়ের অধিকার বাস্তবায়নে গঠিত উক্ত দলিত পরিষদ ১৬ ডিসেম্বর দেশমাত্রিকার বিজয়কে স্মরন করে দেশের ধর্ম , জাতি বর্ন নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের মঙ্গল ও শান্তি কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলা দলিত পরিষদের সভাপতি গোপাল চন্দ্র (অভি), সাধারন সম্পাদক কার্ত্তিক চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শশিভূষন বিশ্বাস সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ দেশের সকলকে একত্রিতভাবে দেশের কল্যানে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন এবং ধর্ম , জাতি বর্ন নির্বিশেষে দেশের সকলকে শুভেচ্ছা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।



মন্তব্য চালু নেই