ফেসবুক নিয়ে যে আশায় আছেন ‘মার্ক জুকারবার্গ’

সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে অনেক উচ্চাশা করছেন এর স্রষ্টা ও প্রধান নির্বাহী (সিইও) মার্ক জুকারবার্গ।

২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশকেই ফেসবুকে যুক্ত করার টার্গেট নিয়েছেন তিনি।

ফেসবুকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জুকারবার্গ নিজের এ পরিকল্পনার কথা বলেন।

বর্তমানে বিশ্বে ৭০০ কোটি মানুষের মধ্যে ১৫০ কোটির কিছু বেশি ফেসবুক ব্যবহার করছেন। জাতিসংঘের তথ্যমতে, ২০৩০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে ৮৫০ কোটি; জাকারবার্গের পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই সময় পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশই ফেসবুকের আওতায় আসবেন।

ওই অনুষ্ঠানে জুকারবার্গ বলেন, আমরা পৃথিবীর সব মানুষকে অন্যের সঙ্গে যুক্ত করতে চাই। এ জন্য বিশ্বের সবকটি দেশের সরকার ও বিভিন্ন কোম্পানিকে সঙ্গে নিয়ে কাজটি করতে চাই।

বিশ্লেষকরদের মতে, বর্তমানে যে হারে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে, তা চলতে থাকলে আগামী ১৪ বছরে ৩০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করবেন। আবার এমন একটা সময় আসবে যখন ফেসবুকের ব্যবহারকারী বাড়ার হার একেবারেই থেমে যাবে।



মন্তব্য চালু নেই