ফতুল্লায় বস্তিতে আগুন, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা ও যুমনা জ্বালানি তেলের ডিপোর পাশে বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ একজনসহ আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশের অবস্থিত মেঘনা ও যমুনা জ্বালানি তেলের ডিপোর পাশের বস্তিতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ডিপো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নেভাতে গিয়ে চন্দ্র সেন নামের এক ব্যক্তি অগ্নি˜গ্ধসহ আহত হয়েছে কমপক্ষে পাঁচজন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘দুটি জ্বালানি তেলের ডিপোর সামনে আগুন লাগায় আমরা আতঙ্কে ছিলাম। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে স্বস্তি ফিরে আসে। তবে আগুনে একজন দগ্ধ হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মোমতাজ উদ্দিন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের চারটি এবং ঢাকা থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এনে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে তা বলা যাবে।’



মন্তব্য চালু নেই