পুরো বিশ্বকে অবাক করে ৪৩ ঘন্টায় বিশাল এক সেতু নির্মাণ করল চীন

সব দিক থেকেই চীন বরাবরই একটু ভিন্ন রকম। অসাধারণ সব কীর্তিতেও এ দেশটির তুলনা মেলা ভার। তবে এবার সত্যিই বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মত কাণ্ড করে বসেছে চীন। দেশটি এবার কম সময়ে একটি সেতু নির্মাণ করে খবরের শিরোনামে এসেছে।

জানা গেছে, চীন মাত্র ১৯ দিনে ৫৭ তলা আকাশচুম্বী একটি ভবন নির্মাণ করে রেকর্ড করেছিলো। আবার সেই রেকর্ড ভঙ্গ করে মাত্র ৪৩ ঘণ্টার মধ্যে একটি সেতু নির্মাণ করে আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

সংবাদ মাধ্যমে এমন খবর বেশ আলোচনায় উঠে এসেছে। চীন মাত্র ৪৩ ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ ক্রিয়ামূলক সেতু নির্মাণ পরিচালিত করেছে। তারা একটি ভিডিও আপলোড করেছে, যা দেখলে আপনি তাদের এই কাজ সম্পূর্ণভাবে দেখতে পারবেন। বলা হয়েছে, সুপার মানব কর্মীরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেইজিংয়ের সানিউন সেতুর পুরাতন কাঠামো পুনর্গঠন করে নতুন করে তৈরি করে ফেললেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো চীনা কর্মীরা ‘ইন্টিগ্রেটেড প্রতিস্থাপন পদ্ধতি’ নামের একটি নতুন পদ্ধতি ব্যবহার করে এই সেতু নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। এটিতে ১৩শ’ টন উপাদানের প্রয়োজন পড়ে।



মন্তব্য চালু নেই