পুরুষের উর্বরতা বাড়ায় টমেটো

দীর্ঘদিন সংসার করার পরও অনেকের সন্তান নেই। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান না হওয়ার জন্য নারীকেই দায়ী করা হয়। কিন্তু সবারই একটা কথা জানা উচিত তা হলো- নারীদের মতো পুরুষরাও বন্ধ্যা হতে পারে। আর পুরুষের এই বন্ধ্যাত্বের সমস্যা কমিয়ে আনতে পারে টমোটো।

সম্প্রতি লন্ডনের গবেষকরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, টমেটোর লাল রঙ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি (উর্বরতা) বাড়াতে সাহায্য করে। লাইকোপিনের কারণেই টমেটোর রঙ লাল হয়। এই লাইকোপিন পুরুষের শুক্রানুকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করে।

বন্ধ্যাত্বের শিকার পুরুষদের নিয়ে কর্মরত একটি সংস্থা জানিয়েছে, তারা গবেষণায় দেখেছেন, পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।



মন্তব্য চালু নেই