পাখির বিষ্ঠায় অচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নিউইয়র্কের শহরের আকাশে উড়ছিল একটি পাখি। উড়তে উড়তে সে গিয়ে বসলো নির্জন দেখতে কয়েকটি বৈদ্যুতিক তারের একটিতে এবং বসেই প্রাকৃতিক কাজ সেরে ফেললো। সেটা কোথায় গিয়ে পড়বে তা তার দেখার বিষয় না। কারো মাথায় পড়ে নি, কিন্তু দেখ গেলো সেই বিষ্ঠা গিয়ে পড়েছে নিউইয়র্কের ইন্ডিয়ান পয়েন্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়াক্টরে এবং অচল করে দিয়েছে সেটা।

ঘটনাটি ঘটে গত ডিসেম্বর মাসে। তদন্ত শুরু হয়। তদন্তের পর এনটার্জি করপোরেশানের একটি প্রতিবেদনে বলা হয়, বড় আকারের একটি পাখির বিষ্ঠা এই কারণে দায়ী। বিষ্ঠা পড়ার পর পর পারমাণবিক কেন্দ্রের একটি রিয়াক্টর বন্ধ হয়ে যায় তিন দিনের জন্য।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি কমশন জানিয়েছে, এই দুর্ঘটনায় কোন ধরনের তেজস্ক্রিয়তা ছড়ায় নি। কিংবা জনস্বাস্থ্য এবং নিরাপত্তাও হুমকির মুখে পড়ে নি। তবে বৈদ্যুতিক তারের উপরে পাখি এবং বিষ্ঠা জড় হওয়ায় অনেক সময় বিঘ্নের সৃষ্টি হয়। যে কারণে খুব শিগগিরই সেখানে বসানো হবে ‘বার্ড গার্ড’।



মন্তব্য চালু নেই