পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

পাকিস্তানের জামরুদ জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছে। শনিবার নিয়মিত অনুশীলনের সময় ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর` এক বিবৃতিতে বলছে, বিমানের পাইলট লেফটেন্যান্ট ওমর শাজাদ দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে এ ঘটনায় বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বিধ্বস্তের কারণ তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে পাক বিমান বাহিনী।

কর্মকর্তারা বলছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাজনৈতিক প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, সোয়াত ও লেভিসের কর্মকর্তাদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থানীয়রা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

গত বছর পাকিস্তানের মাসতুংয়ের কাছে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই সময় কর্মকর্তারা জানান, নিয়মিত অনুশীলনের সময় যুদ্ধবিমান এফ৭-পিজি বিধ্বস্ত হয়।



মন্তব্য চালু নেই