‘দগ্ধ হয়ে আর কেউ বার্ন ইউনিটে আসবে না’

অবরোধের আগুনে দগ্ধ হয়ে আর কেউ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আসবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ (পিএসসি)।

হরতাল-অবরোধের আগুনে দগ্ধদের সহমর্মিতা জানাতে বুধবার সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে যান। এ সময় তিনি দগ্ধ ৪৮ জনের প্রত্যেককে বিজিবি’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা দেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে দগ্ধ হয়ে বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের দেখার পর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলায় কনফারেন্স রুমে সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, ‘সহিংসতা দমনে পুলিশ র‌্যাবের সঙ্গে বিজিবিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে কাজ করছে।’

তিনি দাবি করেন, পূর্বের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দগ্ধ হয়ে আর কেউ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আসবে না। সেই লক্ষে পুলিশ, র‌্যাব ও বিজিবি কাজ করছে।’

এ সময় ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা: আবুল কালাম ও সমন্বয়কারী ডা: সামন্ত লাল সেন।



মন্তব্য চালু নেই