তাইওয়ানে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ কেড়ে নিলো ২৪ প্রাণ

অনুমান করা হচ্ছে গ্যাস পাইপলাইনে কোন গোলযোগের কারণে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটেছে তাইওয়ানের কাওসিয়াং শহরের একাধিক স্থানে। এ দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৭০ নাগরিক।

বিস্ফোরণে রাজপথে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তায় অবস্থানকৃত গাড়িগুলো উড়ে গেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধ্বংস ও মৃত্যুস্তুপে পরিণত হয়েছে কাওসিয়াং শহরের সিয়ানঝেন এলাকাটি।

প্রত্যক্ষদর্শীরা এ গ্যাস বিস্ফোরণের ঘটনাটি সর্বপ্রথম অবগত করেন। তাদের মতানুসারে বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘঠনা ঘটে। এ ঘটনায় রাস্তায় ছাড়া ছাড়া অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় এবং বাতাস ভারি হয়ে ওঠে।

তাইওয়ানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাঁচটি বিস্ফোরণের খবর তার কাছে এসে পৌঁছেছে।

তাইওয়ানের আগ্নি নির্বাপন সংস্থা ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাদের দল বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানে রওনা হয়। পুরে দুই থেকে তিন কিলোমিটার (এক বর্গকিলোমিটার) এর মধ্যে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট তদন্তকারীরা পূর্ণ তদন্তে নেমে পড়েছে কারণ উদঘাটনে।



মন্তব্য চালু নেই