ঢাকা ট্রেড সেন্টার সাময়িক বন্ধ

গুলিস্তানের ব্যবসায়ী-হকারদের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা ট্রেড সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার দুপুরের সংঘর্ষের পর থেকে মার্কেটের সবগুলো গেটে অবস্থান নিয়েছে পুলিশ। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। ভেতরের দোকানগুলো বন্ধ রয়েছে। পুলিশের সঙ্গে রয়েছে একটি জলকামান ও একটি সাঁজোয়া যান (এপিসি)।

এর আগে দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের আশপাশের ফুটপাতের দোকানগুলো উচ্ছেদের চেষ্টা করে ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা ফুটপাতের দোকানিদের ইট-পাটকেল ছোড়ে। ব্যবসায়ীদের ছোড়া ইট পুলিশের মাথায় লাগলে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ বাধে। এসময় ব্যবসায়ীদের লক্ষ্য করে টিয়ার শেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, আপাতত মার্কেটটি বন্ধ রয়েছে। পুলিশের সঙ্গে মার্কেট কর্তৃপক্ষের সমঝোতার পর পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।

এদিকে ব্যবসায়ীদের ইট পাটকেলে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) গুরুতর আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।



মন্তব্য চালু নেই