ঢাকা এখন পোস্টারের নগরী

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর প্রতিটি অলিগলিসহ প্রধান সড়ক।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ দৃশ্য। সব জায়গায় দেখা গেছে পোস্টার আর পোস্টার। এমনকি অনেক দেওয়ালেও দেখা গেছে প্রার্থীদের পোস্টার। তবে দেওয়ালে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হলেও তার তোয়াক্কা কেউ করছে না।

এসব পোস্টার সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর শহীদবাগ এলাকার বাসিন্দা আব্দুল মান্নান  বলেন, এভাবে যেখানে সেখানে পোস্টার লাগিয়ে শুধু নির্বাচনী আচরণই নয়, রাজধানীর সৌন্দর্য্যও বিনষ্ট করছেন প্রার্থীরা।

এদিকে ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোট গ্রহণ। হাতে সময় কম, তাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা । তারা ছুটছেন জনগণের দুয়াওে দুয়ারে। শুনছেন সাধারণ মানুষের কথা; দিচ্ছেন নানা আশ্বাস আর প্রতিশ্রুতি।

সংরক্ষিত মহিলা ১৬ আসনের (৪২, ৪৩, ৪৪ ওয়ার্ড) কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট হাসনা বেগম বলেন, ‘প্রচার-প্রচারণা শুরু করেছি। মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি।’

১৯৯৪ সালের ৩০ জানুয়ারি প্রথম নির্বাচিত মেয়র হিসেবে মোহাম্মদ হানিফ দায়িত্ব গ্রহণের পর ২০০২ সালের ২৫ এপ্রিল সাদেক হোসেন খোকা মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর দীর্ঘ একযুগেরও বেশি সময় পর এবারের সিটি নির্বাচন শুরু হচ্ছে।

এবার দুই সিটি মিলিয়ে মেয়র পদে লড়ছেন ৩৬ জন প্রার্থী। আর কাউন্সিলর রয়েছেন এক হাজারেরও বেশি। সে কারণে এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহটাও বেশি। আর, এই নির্বাচনের মাধ্যমেই দেশের পরিবেশ কিছুটা স্বাভাবিক হতে চলেছে। এখন মানুষ তাকিয়ে আছে নির্বাচন কতটা সুষ্ঠু হয় তা দেখতে। না হলে আবারও ৫ জানুয়ারির পরিস্থিতিরই আশঙ্কা করছেন তারা।



মন্তব্য চালু নেই