ট্রাফিক বিভাগে শৃঙ্খলা ফিরেছে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহনগরে ‍পুলিশের ট্রাফিক বিভাগে ব্যাপক উন্নতি হয়েছে। ইতোমধ্যে উল্টো পথে গাড়ি চলাচল বন্ধসহ সড়কে অনেক শৃঙ্খলা এসেছে।

আজ (রোববার)ডিএমপি সদর দফতরে ২২ নারী সার্জেন্টের হাতে স্কুটির চাবি তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

ডিএমপি কমিশনার জানান, দেশের ইতিহাসে এই প্রথম ২২ নারী ট্রাফিক সার্জেন্টকে যানজট দূর করার কাজে মাঠে নামানো হয়েছে। প্রয়োজন হলে তারা দ্রুত ঘটনাস্থলে যাবেন। এর মাধ্যমে ঢাকা মহানগরীতে নারী ও শিশুবান্ধব সেবার মান আরো বেগবান হবে। প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়ানো হবে।

তিনি ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কেউ উল্টো পথে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন ভঙ্গ করবেন না।

নারী সার্জেন্টদের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, তারা পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়। তাই তাদের অবহেলিত রেখে, অকর্মন্য রেখে কোনো উন্নতি হবে না। সড়ককে যানজট মুক্ত রাখতে, কর্মঘণ্টা বাঁচাতে তারা ঝড়, বৃষ্টি, বজ্রপাতকে উপেক্ষা করে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার আব্দুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই