জাপানি প্রতিনিধি দলের আগৈলঝাড়ার প্রত্যন্ত অঞ্চলের স্কুল পরিদর্শণ

জাপান সরকারের জাইকা প্রকল্পের সহয়তায় পরিচালিত বরিশালের বিলাঞ্চল বলেখ্যাত আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্কুল বৃহস্পতিবার পরিদর্শণ করেছেন জাপানের প্রতিনিধি দলের সদস্যরা।

সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের সাতশিমুলীয়ার স্কুল পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা স্কুলের শিশু শিক্ষার্থীদের সমন্ময়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। জাপানের প্রতিনিধিরাও তাদের দেশের গান পরিবেশন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের প্রতিনিধি দলের প্রধান মিসেস নরিকো ইনয়ে বলেন, আমার কাছে বাংলাদেশ খুব ভাল লাগে। আমি ২৫ বছর যাবত বাংলাদেশে আসা যাওয়া করছি। এখানকার মানুষগুলো খুবই ভাল। বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, মিওরি ইয়ামাগুচি, রিসা আমিনো, হারুকা ওচি, মিচিকো তয়োকা, ইউরি ওমাওয়া, মিকু ইজাকা, সাই কিবরা সানি, বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স সংস্থার নির্বাহী পরিচালক এ্যালবার্ট অপু মালাকার, অর্গানাইজার দানিয়েল জয়ধর, কো-অডিনেটর আশরাফুজ্জামান ফারুকি, স্থানীয় সাংবাদিক ওমর আলী সানি প্রমুখ।

জাপান সরকারের জাইকা প্রকল্পের সহযোগীতায় বেসরকারি সংস্থা বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলায় শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৯টি স্কুল পরিচালনা করে আসছে।



মন্তব্য চালু নেই