জম্মুতে ফের সন্ত্রাসী হামলা, নিহত ১

জম্মু-কাশ্মীরে মাত্র একদিনের ব্যবধানে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। শনিবার সকালে জম্মুর সামবা এলাকার এক সেনা শিবিরে গ্রানেড ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। এ সময় সেনা এবং হামলাকারীদের সংঘর্ষে এক বেসামরিক নিহত এবং আরো একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার জম্মুর এক থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় এক পুলিশসহ চারজন নিহত হয়েছিল।

অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে দুই থেকে চারজন সন্ত্রাসী সামবার ৮১ সেনা রেজিমেন্টে হামলা চালায়। তারা ক্যাম্প লক্ষ্য করে গ্রানেড ছুঁড়তে থাকে। তবে তারা এখনো ওই শিবিরে প্রবেশ করতে পারেনি। এসময় দু পক্ষের গুলি বিনিময়ে কমপক্ষে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে।

এর মাত্র একদিন আগে ভারতীয় সেনাবাহিনীর ছদ্মবেশে জম্মুর কাথুয়া জেলায় হামলা চালিয়েছিল দুই সন্ত্রাসী। ওই হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুই হামলাকারীও রয়েছেন।

কাশ্মীরে চলতি মাসে মুফতি মোহাম্মদ সাইদের দল পিডিপি এবং বিজেপি মিলে জোট সরকার সরকার গঠন করার পর রাজ্যটিতে এটিই সবচাইতে বড় ধরণের সন্ত্রাসী হামলা।



মন্তব্য চালু নেই