ঘুষসহ হাতেনাতে ধরা খেলেন রুশ অর্থমন্ত্রী

রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলুকায়েভকে ঘুষ নেওয়ার কাজে সংযুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। রাশিয়ার প্রধান দুর্নীতি দমন সংস্থা জানায় তিনি ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন।

অর্থমন্ত্রীর ঘুষের বিষয়টি নিয়ে তদন্তকারী কমিটির মুখপাত্র সভেতলেনা পেট্রেনকো বলেন, ‘ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা হয়েছে উলুকায়েভকে।’

তদন্ত কমিটি জানায় তার বিরুদ্ধে শিগগিরিই বিচার শুরু হবে।

১৯৯১ সালের পর এটা হচ্ছে রাশিয়াতে বড় পদের কোনো মন্ত্রীকে দুর্নীতির দায়ে আটকের ঘটনা।

তার মন্ত্রণালয়ের ইতিবাচক মূল্যায়নের ফলে তেল কোম্পানি রোজনেফ্ট আরেকটি তেল কোম্পানি ব্যাশনেফ্ট এর ৫০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে সক্ষম হয়। রাশিয়ান সরকারের নিয়ন্ত্রণাধীন তেল কোম্পানি রোজনেফ্ট ৩৩০ বিলিয়ন রুবলের বিনিময়ে গত অক্টোবরে কিনে নেয় ব্যাশনেফ্ট এর ৫০ শতাংশ শেয়ার। এ সময় বিভিন্ন হুমকি ধামকি দিয়ে রোজনেফ্ট এর কাছ থেকে ঘুষ গ্রহণ করা হয়।

ঘুষ গ্রহণের বিষয়টি রাশিয়ার ‍দুর্নীতি দমন কমিশনের নজরে পড়ে যায়। প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করার অভিযোগে মন্ত্রী এখন আটক।

দোষী প্রমাণিত হলে আট থেকে পনের বছরের সাজা ভোগ করতে পারেন রুশ অর্থমন্ত্রী।

উলুকায়েভ অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ২০১৩ সালে। এর আগে প্রায় এক দশক ধরে তিনি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই