গরু জবাই নিষিদ্ধ আইন বাতিলে মুম্বাই হাইকোর্টে আবেদন

ভারতের মহারাষ্ট্রে গরু জবাই এর গোশত বিক্রি নিষিদ্ধে সম্প্রতি রাজ্যসভায় পাস হওয়া আইনকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে আবেদন করেছেন হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তি। আবেদনে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে সাংবাধানিক মৌলিক অধিকার খর্ব করা হয়েছে।

বিশাল শেঠ নামে একজন আইনজীবী এবং সাইনা সেন নামে এক শিক্ষার্থীর দাবি, ‘মহারাষ্ট্রে সম্প্রতি গরু জবাই নিষিদ্ধ এবং গরুর গোশত খাওয়া নিষিদ্ধ করে যে আইন পাস করা হয়েছে তা মৌলিক অধিকারের বিরোধী। তাই এই আইন বাতিল করা হোক।’

মুম্বাই হাইকোর্টে করা আবেদনে তারা বলেছেন, ‘আমরা হিন্দু, তবে গরুর গোশত খাই, যা আমাদের খাদ্য তালিকার অংশ ও পুষ্টির উৎস। গরুর গোশত খাওয়া, বিক্রি এবং বাড়িতে রাখা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে সংবিধান বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে।’

আগামী সপ্তাহে বিচারপতি ভি এম কানাড়ে ও বিচারপতি এ আর জোশির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

গত ফেব্রুয়ারিতে ভারতের রাষ্ট্রপতি মহারাষ্ট্র প্রাণী সংরক্ষণ (সংশোধিত) অ্যাক্টে স্বাক্ষর করেন। চলতি মাসের প্রথম দিকে রাজ্য সরকার ষাড় ও বাছর জবাই নিষিদ্ধ করে। এর আগে গাভী জবাই নিষিদ্ধ ছিল এ রাজ্যে। আইন অনুযায়ী কেউ গরুর গোশত বিক্রি করলে অথবা কারো কাছে থাকলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করা হবে।



মন্তব্য চালু নেই