খালি করা হচ্ছে হোয়াইট হাউস এবং মার্কিন সিনেট বিল্ডিং

বোমাতঙ্কের জেরে খালি করা হচ্ছে হোয়াইট হাউস ও মার্কিন সিনেট বিল্ডিং। মঙ্গলবার সকালের দিকে আচমকা একটি অপচিরিত ফোনে জানানো হয়, মার্কিন সিনেট বিল্ডিংয়ের ঘরে রয়েছে বিস্ফোরক ভর্তি প্যাকেট। ফোন পেয়েই নড়েচড়ে বসে মার্কিন গোয়েন্দা শাখার পুলিশেরা।

এরপর হোয়াইট হাউসের ব্রিফিং রুম এবং মার্কিন সিনেটের দুই কক্ষ ফাঁকা করার কাজ শুরু হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশের তরফে কিমবার্লি স্নাইডার জানান, হঠাৎ একটি ফোন আসে সিনেট বিল্ডিংয়ে। ফোনে জানানো হয়, ডিকসেন হাউসের সিনেট হলের জি-৪০ ঘরে রয়েছে একটি বিস্ফোরক ভর্তি প্যাকেট। এর পরেই গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ডিকসেন হাউজে রয়েছে সিনেটদের অফিস।

সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন.নেট



মন্তব্য চালু নেই