ইরাকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র (ভিডিও)

ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সুন্নিপন্থী যোদ্ধাদের ‘ঠেকাতে’ বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল শহরে স্থাপন করা কামান ধ্বংসের জন্য সেখানে বিমান হামলা চালানো হয়েছে। ওই কামান সুন্নি গোলন্দাজেরা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করে আসছিল।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় ইরবিলের কাছে আইএসের একটি কামান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ইরবিল শহর রক্ষায় লড়াইরত কুর্দি বাহিনীর ওপর ওই কামান থেকে গোলা ছোড়া হচ্ছিল। ইরাকের এই শহরে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে পেন্টাগনের ওই কর্মকর্তা জানান।

উত্তর ইরাকে ইয়াজিদি সংখ্যালঘুদের ‘অস্তিত্ব’ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বৃহস্পতিবার ইরাকের সুন্নিপন্থী যোদ্ধাদের ওপর বিমান হামলার অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত জুনে ইরাকের মসুল এলাকার দখল নেয় ‘ইসলামিক স্টেট’ যোদ্ধারা। এরপর ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকার দখল নিয়ে সেখানে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা।



মন্তব্য চালু নেই