ইতালির নাগরিক হত্যার নিন্দা জানালো ইইউ

ইউরোপীয় ইউনিয়ন ইতালি নাগরিক সিজেরা তাভেল্লার হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচার দাবি করেছে।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন মঙ্গলবার এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

এক বিবৃতিতে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সব কর্মকর্তাদের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নিহত তাভেল্লা, তার পরিবার ও তার বন্ধুদের প্রতি আমাদের সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছি।’

বিবৃতিতে তিনি আরো বলেন,‘ তাভেল্লা বাংলাদেশের দরিদ্রদের সহায়তার জন্য এসেছিলেন। সে কারণেই এই হত্যাকাণ্ড গভীর উদ্বেগজনক।’

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাভেল্লাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তাভেল্লা আইসিসিও নামে নেদারল্যান্ডভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার ছিলেন।



মন্তব্য চালু নেই