অপহরণের পাঁচ বছর পর গভর্নরের ছেলে উদ্ধার

পাকিস্তানের পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী গভর্নর সালমান তাসিরের নিখোঁজ ছেলের সন্ধান মিলেছে বালুচিস্তানে। দীর্ঘ পাঁচ বছর পর খোঁজ মিললো শাহবাজ তাসিরের।

পাকিস্তান পুলিশের পক্ষ থেকে আইজাজ ঘরায়া জানিয়েছেন, কুলচাক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে শাহবাজকে। আপাতত নিরাপদে আছেন তিনি। খুব তাড়াতাড়ি তাকে লাহোরে নিয়ে যাওয়া হবে।

শাহবাজকে উদ্ধারের কাজে পুলিশকে সাহায্য করেছে ‘‌ফ্রন্টিয়ার কপস‌’। ২০১১ সালে ২৬ আগস্ট লাহোরের গুলবার্গ এলাকা থেকে উধাও হয়েছিলেন শাহবাজ। সন্দেহ করা হচ্ছিল, শাহবাজকে অপহরণ করেছে জঙ্গিরা।

এই ঘটনার কয়েক মাস আগেই, ২০১১ সালের জানুয়ারি মাসে খুন হন পাঞ্জাবের গভর্নর, তথা শাহবাজের বাবা সালমান তাসির। ব্লাসফেমি (ধর্ম অবমাননা আইন) আইনের বিরোধীতা করায় তাকে হত্যা করে দেহরক্ষী।

হত্যায় মূল অভিযুক্ত দেহরক্ষী মুমতাজ কাদরিকে এই বছরই ১১ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তার ফাঁসি কার্যকর করা হয়।



মন্তব্য চালু নেই