চাকরীর পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতীকি অনশন পালন ॥ স্মারকলিপি প্রদাণ

কলারোয়ায় চাকরীর পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রতীকি অনশন পালন করেছে। প্রতীকি অনশন পালন শেষে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদাণ করেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কলারোয়া শাখার আহবায়ক আরিফুজ্জামান কাকন ও সদস্য সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপি প্রদাণ করা হয়। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সমাবেশে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকরীর পদমর্যাদা একই শ্রেণিভূক্ত করে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সযোগ প্রদাণ সহ ১১দফা দাবি দ্রুত বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রাথমিকের সহকারী শিক্ষকরা দাবি জানিয়েছেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, সুজিত কাঞ্জিলাল, জাহিদুল আলম, আহসান হাবিব, আবু জাহিদ, আবু সিদ্দিক, আনিছুর রহমান, জাহাঙ্গীর, মফিজুল ইসলাম, মুস্তাফিজুর, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, আ.মান্নান, আমিরুল ইসলাম, ওবায়দুর রহমান, ইসলামুল হক, মুরাদ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই