সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য উল্টো রথযাত্রা
সাতক্ষীরার কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য উল্টোরথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে “ধর্ম যার যার, উৎসব সবার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উল্টোরথযাত্রা উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ উল্টোরথ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। কলারোয়ায় ৫ম বর্ষ শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য উল্টোরথযাত্রা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শান্তি দেবনাথ, সদস্য সচিব অর্জুন কুমার পাল ও মাস্টার প্রদীপ কুমার পালের সার্বিক ব্যবস্থাপনায় এবং সকল সনাতনধর্মাবলম্বীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিশাল বর্ণাঢ্য এ উল্টোরথ শোভাযাত্রাটি গোগ-তুলসীডাঙ্গা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌছায়। উল্টোরথ শোভাযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মীরা উপস্থিত থেকে রথযাত্রাকে অধিক আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে সাহায্য করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সনাতন ধর্ম সেচ্ছাসেবক পরিষদের সভাপতি সন্দীপ রায়, সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পাল, সন্তোষ পাল, হরেন্দ্র নাথ রায়, সুনিল সাহা, রাম প্রসাদ দাস, রামলাল দত্ত, মাস্টার উত্তম কুমার, নিখিল অধিকারী, মনু ঘোষ, কার্ত্তিক মন্ডল, আনন্দ সরকার, গৌরাঙ্গ সোম প্রমুখ। উল্লেখ্য, রথযাত্রা উৎসবের প্রথম পর্বে গত ১৮ জুলাই শনিবার রথ শোভাযাত্রা উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে গোগ-তুলসীডাঙ্গা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ’র উদ্দেশ্যে রওনা হয়।
মন্তব্য চালু নেই