রাণীনগরে দিবারাত্রী গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন দুর্ভোগ

নওগাঁর রাণীনগরে ছয়দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে বেড়ে গেছে জনদূর্ভোগ। জানা গেছে, ঈদের পরের দিন রবিবার শক্রবার পর্যন্ত রাণীনগরসহ আশেপাশে র এলাকায় থেমে থেমে মাঝারী ও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাস্তাঘাট ও হাটবাজার হয়ে পড়েছে কর্দমাক্ত। ছেলে-মেয়েদের ঈদ আনন্দে পড়েছে কিছুটা ভাটা। সঙ্কট দেখা দিয়েছে জ্বালানিসহ গো খাদ্যর।

নিতান্ত কাজ ছাড়া অনেকে বাড়ি থেকে বের হচ্ছেনা। দিন মজুুর লোকেরা পড়েছেন বিপাকে। সেই সাথে বেড়ে গেছে জনদূর্ভোগ। উপজেলা কৃষি অফিসার এসএম গোলাম সারোয়ার জানান, আমন ধান চাষের জন্য এ বৃষ্টি কৃষকদের জন্য আর্শিবাদ হলেও বৃষ্টিপাত কিছুটা ক্ষতিগ্রস্থ হবে ফুলের,ফসল-করলা, বেগুন,শসা, বরবটি, পটল, কাঁচামরিচ, কাঁকরুল, লাউ, কুমড়াসহ অন্যান্য মৌসুমী শস্য।



মন্তব্য চালু নেই