রনির বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র রনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দীপক কুমার দাশ। এতে একমাত্র আসামি করা হয়েছে সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে।

অভিযোগ পত্রে জানানো হয়, গত ১৩ এপ্রিল গভীর রাতে বখতিয়ারকে বহন করা গাড়িটি নিউ ইস্কাটন রোডে যানজটে আটকে পড়ে। এতে চালকের পাশের আসনে বসা নেশাগ্রস্ত বখতিয়ার বিরক্ত হয়ে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি করেন। এতে দৈনিক জনকণ্ঠের সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াকুব আলী (৪০) ও রিকশাচালক আবদুল হাকিম (২৫) আহত হন। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

গত ১৫ এপ্রিল রাতে হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় হত্যা মামলা করেন।



মন্তব্য চালু নেই