আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ সোলাইমান (২৮)।
গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে। সোলাইমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর মুহুরিহাটে। তার বাবার নাম আবদুল হাফেজ।
জানা যায়, ঈদের ছুটিতে শারজাহ থেকে আল আইন যাওয়ার পথে রাস আল খাইমাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে সোলাইমানের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিষয়টি এখনো জানে না দুবাই কনস্যুলেট অফিস। সেখানে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, আমরা খোঁজ নিয়ে দেখছি।
মন্তব্য চালু নেই