মেসিকে নিয়ে যা বললেন বার্সা কোচ

বার্সেলোনার কোচ লুইস এনরিক বলেছেন মেসির শক্তি শ্বাশত মনে হতে পারে। কিন্তু মেসিরও বিশ্রামের প্রয়োজন রয়েছে। সে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাতে খেলেছে। সঙ্গত কারণেই তার বিশ্রাম প্রয়োজন। সে কারণেই তাকে বার্সেলোনার মৌসুম পূর্ববর্তী সফরের বাইরে রাখা হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি।

মেসির বিষয়ে লুইস এনরিক বলেন, ‘মেসি আমাদের সঙ্গে আমেরিকাতে আসেনি। কারণ, তার বিশ্রাম প্রয়োজন। তার শক্তি ও সামর্থ শ্বশত মনে হতে পারে। কিন্তু তারও মাঝে মাঝে বিশ্রাম প্রয়োজন। আমি সফর না করতেই পছন্দ করি। এতে ইতিবাচক দিকের চেয়ে বেশি সমস্যা হয়। তবে আমেরিকার মতো একটি দেশে আসাতে পারাটা আনন্দের। যে জেট বিমানে করে এসেছি সেটা আদর্শ বিমান ছিল না।’

গেল মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছেন। আসন্ন মৌসুমে আরো তিনটি শিরোপা চান এনরিক, ‘এই মৌসুমটা কেমন হবে জানিনা। তবে এটাকে ঐতিহাসিক একটি মৌসুম বানাতে আমি চ্যালেঞ্জ নিয়েছি। আর সেটা পূর্ণ করতে এই মৌসুমেও আমি আরো তিনটি ট্রফি চাই।’



মন্তব্য চালু নেই