আইজি প্রিজনকে হত্যার হুমকি
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইজি প্রিজনকে বাংলিশ ভাষায় (ইংরেজি ফন্টে বাংলা ভাষা) একটা এসএমএস লিখে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে নিজে উপস্থিত হয়ে জিডি করেছেন।
মন্তব্য চালু নেই