আরো ৩ মামলায় ফখরুলের জামিন স্থগিতে আবেদন

রাজধানীর পল্টন থানার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয়।

এর আগে ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন।

নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা দায়ের করে পুলিশ।

এদিকে গতকাল রোববার পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায় ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে জামিনে তার মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিলো।

কিন্তু সোমবার এ তিন মামলায় জামিন স্থগিতে আবেদন করায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই