সাকা চৌধুরীর আপিল শুনানি অব্যাহত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) আপিল মামলার তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ১৬ ও ১৭ জুন ট্রাইব্যুনালের রায় ও রায়সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) পাঠ করেন সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান। এ পর্যন্ত সাকার বিরুদ্ধে আনা তৃতীয় অভিযোগের সপক্ষে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য ও জেরা থেকে পাঠ শেষ হয়েছে।

২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির প্রাক্তন সংসদ সদস্য সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।



মন্তব্য চালু নেই