বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় একাত্তর টিভির চতুর্থ জন্মবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় একাত্তর টেলিভিশনের চতুর্থ জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল দশটায় প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানসহ রাজনীতিবিদ,শিক্ষাবিদ,সাংবাদিক ও বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালি শেষে এক আলোচনা সভা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ,সাবেক সভাপতি সুভাষ চৌধুরী,সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী,প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল,সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান,আব্দুল বারী, মোজাফফর রহমান,আবুল কাসেম,কবি সালেহা আহমেদ,আবৃতিকার ফারুকুজ্জামান ডেভিড প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তর সংবাদ নয়,সংযোগ। অতি অল্প সময়ের মধ্যে এ সংবাদ ভিত্তিক চ্যানেলটি গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। আলোচনাশেষে একাত্তর টেলিভিশনের জন্মদিনের কেট কাটা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন একাত্তর টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী



মন্তব্য চালু নেই