ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ১২

ঝিনাইদহের শৈলকুপায় বাস-টেম্পু ও ব্যাটারী চালিত ভ্যানের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- শৈলকুপা ব্রাহিমপুর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন ও মেয়ে শিউলি (৯), কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের আইয়ুব হোসেন (৫৫) ও তার স্ত্রী জোস্না খাতুন (৪৫), মুকুলের স্ত্রী মর্জিনা (২০), হিতামপুর গ্রামের ইমদাদ হোসেনে মেয়ে সীমা খাতুন (১৩), উত্তর কচুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), হিতামপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শারমিন খাতুন (২১), হাবিবপুর গ্রামের মনোয়ারের ছেলে আবু বক্কর (৪৫)সহ ১২ জন।

শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, দুপুরে ঐশি পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিল। পথিমধ্যে বারইপাড়া নামক স্থানে একটি টেম্পুকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় টেম্পু ব্যাটারী চালিত ভ্যানকে ধাক্কা দিলে ১২ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই