ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ ১৪ কনটেইনার বিস্ফোরক

ঝিনাইদহ সদরের পোড়াহাটি গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি থেকে ১৪ কনটেইনার বিস্ফোরণদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা পৌনে ১২টার দিকে ডিআইজি দিদার আহমেদ শেখ এই তথ্য জানিয়েছেন।

জঙ্গি আস্তানার খবর পেয়ে গতকাল বিকাল পাঁচটার দিকে পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহর বাড়িতে ঘিরে ফেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে বাড়িটির ভেতর থেকে বিপুল বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার করা হলেও কোনো জঙ্গিকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতের জন্য অভিযানের বিরতি দেয়া হয়।

বাড়ির মালিক আবদুল্লাহ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানা যায়। তিনি জেএমবির সদস্য। পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আবদুল্লাহ।

শনিবার সকাল সোয়া নয়টার পর ‘সাউথ প’ (South Paw) অভিযান শুরু করে পুলিশ, র‌্যাব, পিবিআই ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। অভিযান চালানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে রাখা হয়।

অভিযানের শুরুর সময় টিনশেড বাড়িটির চারপাশ ভেঙ্গে ফেলে ভেতরে ঢোকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে বেলা পৌনে ১২টার দিকে ডিআইজি দিদার আহমেদ জানান, আজকের অভিযানে এ পর্যন্ত ১৪ কনটেইনার বিস্ফোরদ্রব্য পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই