রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা
পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত ব্যাংককে লেনদেন হবে। অফিস চলবে সকাল সাড়ে ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেন এই সময় অনুযায়ী চলবে। রমজান মাসের পর অফিস ও লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে।
মন্তব্য চালু নেই