ঝিনাইদহে নারীর সক্ষমতা বৃদ্ধিমুলক কর্মশালায় বিভাগীয় কমিশনার

নারীরা এখন আর অবহেলার পাত্র নয় তাঁরা এখন সম্পদ

ঝিনাইদহে উপজেলা পর্যায়ের নারী উন্নয়ন ফোরামের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি মুলক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

এ সময় জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জুলকার নায়ন, বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার বলেন, নারীরা এখন আর অবহেলার পাত্র নয়। তারা আজ সমাজে মাথা উুচু করে দাড়াতে শিখেছে। নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন সহ বিভিন্ন ভাবে সচেতন হয়ে নিজেদেরকে আরো সক্ষম হিসাবে গড়ে তুলতে হবে। আজ বুধবার প্রশিক্ষণ কর্মশালা শেষ হচ্ছে।



মন্তব্য চালু নেই