মহাসড়কে চলতে সক্ষম চালকবিহীন ট্রাক
চালক বিহীন ড্রোন ও প্লেনের পর প্রযুক্তির জগতে নতুন করে জায়গা করে নিল চালকবিহীন ট্রাক। আর এই চালকবিহীন ট্রাক নামানোর ঘোষণা দিয়েছে বিশ্বের খ্যাতনামা ট্রাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেইমলার। ডেইমলার এক বিবৃতিতে বলেছে, তারা এমন একটি ট্রাক তৈরি করছে যা চালক ছাড়াই ব্যস্ত মহাসড়কে চলতে সক্ষম। তারা এই ট্রাকের নাম দিয়েছে ‘মার্সিডিস-বেঞ্জ ফিউচার ট্রাক ২০২৫’।
ডেইমলারের একজন শীর্ষ কর্মকর্তা উলফগ্যাং বার্নহার্ড সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের ফিউচার ট্রাক ২০২৫ (‘Future Truck 2025′) পরিকল্পনায় বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, ভবিষ্যতে যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন ক্রেতারা সেগুলোর দিকেও আগে থেকেই দৃষ্টি দেওয়া হচ্ছে। আমাদের প্রধান উদ্দেশ্য, ধারাবাহিকভাবে মানসম্মত প্রযুক্তি বিশ্ব বাজারে নিয়ে আসা।’
স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত এই ট্রাকটিতে রাডার সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে ‘হাইওয়ে পাইলট সিস্টেম’ সংযুক্ত করা হয়েছে। যাতে চালক ছাড়াই ট্রাকটি নিজে নিজেই ট্রাফিক আইন মেনে চলাচল করতে পারে। আবার নির্দিষ্ট কোনো জায়গা থেকেও ট্রাকটি নিয়ন্ত্রণ করা যাবে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই